ফাইল ফটো (Photo Credits: PTI)

ভাঙড়: ভোটের (WB Panchayat Elections 2023) আগের দিন ৭ জুলাই দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড়ের (Bhangar) কাঁঠালিয়া এলাকায় রাস্তায় ফেলে শেখ মোসলেম নামে এক তৃণমূল কর্মীকে (TMC worker) লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর (Beat) করার অভিযোগ উঠেছিল আইএসএফ (ISF) কর্মীদের বিরুদ্ধে।

পরে ওই তৃণমূল কর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। পরে একাধিক সরকারি হাসপাতাল ঘোরার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু (Death) হয় তাঁর।

হাসপাতালের চিকিৎসদের সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল শেখ মোসলেমকে। এখানে আসার পর থেকেই তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছিল। চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ইতিমধ্যেই এই বিষয়ে কাশীপুর থানায় অভিযুক্ত আইএসএফ কর্মীদের নামে একটি এফআইআর (FIR) দায়ের করেছেন মৃত তৃণমূল কর্মী শেখ মোসলেমের স্ত্রী। তার ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Anubrata Mondal: আরও বেআইনি সম্পত্তির হদিশ, তিহাড়েই অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই