অন্ডাল: সপ্তাহ খানেকের মধ্যে ফের কয়লা খনিতে (coal mine) ধস নেমে (land subsidence) গুরুতর ভাবে (critically injured) জখম হলেন কোল ইন্ডিয়ার (Coal India Limited) অধীনস্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (Eastern Coalfield Limited) একজন সর্দারের মৃত্যু হয়। বাকি দুজনের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে। আরও পড়ুন: Durga Puja 2023: উৎসবের আলোয় মুখর কলকাতা, সাধারণ মানুষের সুবিধায় মেট্রোর বিপুল ব্যবস্থা
দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার (West Burdwan district) অন্ডালের (Andal) উত্তর জামবাদ কোলিয়ারিতে (North Jambad Colliery)। ইসিএল (ECL) সূত্রে জানা গেছে, জখম ব্যক্তিরা হলেন, ইসিএল-এর সুপারভাইজার সাদ্দাম মোহান্তি ও খনি কর্মী মনোজ কুমার ভুঁইঞা ও আশুতোষ মাঝি।আরও পড়ুন: Durga Puja 2023: বাংলা থিয়েটারের নেপথ্য শিল্পীদের উৎসর্গ করে সেজে উঠছে বেহালার ১১ পল্লীর পুজো, সৃজনে শিল্পী রত্নদীপ প্রামাণিক (দেখুন ছবি)
After a week's gap, a coal mine of Eastern Coalfield Limited (ECL), a wholly subsidiary of Coal India Limited (CIL), witnessed another incident of land subsidence at Andal in #WestBengal's West Burdwan district.
Three individuals, including a superintendent of ECL, were… pic.twitter.com/jncxduDbOg
— IANS (@ians_india) October 19, 2023
পঞ্চমীর দিন সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান শ্রমিকরা। জানা গেছে, দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইসিএল কর্তৃপক্ষকে। কিন্তু স্ট্রেচার আনতেই দীর্ঘক্ষণ সময় লেগে যায় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ইসিএল আধিকারিক ও শ্রমিক সংগঠনের নেতারা। প্রায় ঘণ্টার দেড়েক পর খনিগহ্বর থেকে উদ্ধার করা হয় ৩ জনকে। অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। আরও পড়ুন: Kolkata Shocker: দেবীর আরাধনার মাঝেই কলকাতা শহরে গৃহবধূ হত্যা, গ্রেফতার স্বামী