Amit Shah at National Library: ‘কেরিয়ারের কথা যদি ভাবতেন সুভাষবাবু, তাহলে কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’, ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি স্মরণ অমিত শাহের
ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ (Picture Credits: ANI)

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: আজ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ন্যাশনাল লাইব্রেরিতে (National Library) আয়োজন করা স্বাধীনতা সংগ্রামীদের (Freedom Fighters) শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কর্মসূচিতে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ ও শহিদ ক্ষুদিরামের প্রসঙ্গ টানেন অমিত শাহ। বলেন, ‘স্মরণ করা হচ্ছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়। কেরিয়ারের কথা যদি ভাবতেন সুভাষবাবু ভাবতেন, কে দিত স্বাধীনতা আন্দোলনের প্রেরণা?'।

পাশাপাশি এও বলেন,‘অনেক চেষ্টা হয়েছিল দেশনায়কের অবদানকে ভুলিয়ে দেওয়ার। লোকপ্রিয় নেতা ছিলেন সুভাষচন্দ্র, গান্ধীজির প্রার্থীর বিরুদ্ধে লড়েছিলেন। নেতাজির অবদানকে ভোলা যাবে না। তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী তাই কেন্দ্র পালন করছে।’ তিনি আরও বলেন,‘বিপ্লবীদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন এমন যুবা প্রজন্মই চাই। স্বাধীনতা আন্দোলনে অনেকে সর্বস্ব সঁপে দিয়েছেন। সবার বলিদানের জোরে আজ ভারত স্বাধীন। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উন্নতির শীর্ষে যাবে।’ আরও পড়ুন, ফের বাড়ল পেট্রোপণ্যের মূল্য, শুক্রবার কলকাতায় ১ লিটার পেট্রোল বিকোচ্ছে ৯১ টাকা ৪১ পয়সায়

আজ এই অনুষ্ঠানের পর তিন বিপ্লবীর নামে ৯০০ কিলোমিটার সাইকেল মিছিলেরও সূচনা করেন অমিত শাহ।