প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: শুক্রবার রাজধানীতে রেগুলার পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়াল। এনিয়ে দেশে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে (Petrol Diesel Price Hike) ১১দিন হল। জ্বালানি তেল অগ্নিমূল্য, এর জেরে অটোচালকদের জীবনও দুর্বিষহ হয়ে উঠছে প্রতিদিন। শুক্রবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯০ টাকা ১৯ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা। মুম্বইতে ৯৬ টাকা ৩২ পয়সায় মিলছে এক লিটার পেট্রোল। আর লিটার প্রতি ডিজেলের দাম ৮৭ টাকা ৩২ পয়সা। মধ্যপ্রদেশের অনুপপুরে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২৫ পয়সা। বৃহস্পতিবারই মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। আরও পড়ুন-PM Modi On Convocation Ceremony: বিশ্বভারতীর সমাবর্তনে গুরুদেবকেই ভরসা মোদির, আওড়ালেন অখণ্ড ভারতের তত্ত্ব

একইভাবে রাজস্থানের শ্রী গঙ্গানগরে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১০০ টাকার উপরে। অন্যদিকে শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটার প্রতি ৯১ টাকা ৪১ পয়সা। ডিজেলের দাম হল লিটার প্রতি ৮৪ টাকা ১৯ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা। গতকাল কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৮৬ পয়সা। বুধবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হয় লিটারে ৯০ টাকা ৭৮ পয়সা।  ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হয় ৮৩ টাকা ৫৪ পয়সা।

এভাবে ক্রমাগত পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  যে গতিতে দাম বাড়ছে তাতে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি ভোটের আগেই  কলকাতায় সেঞ্চুরি হাঁকাবে পেট্রোলের দাম? সামনেই ভোট, তার আগে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধি! যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়! এর কি কোনও প্রভাব ভোটে পড়বে? সেই উত্তর অবশ্য সময় দেবে।