Mamata Banerjee with Amit Shah. (Photo Credits: twitter/@SreyashiDey)

কলকাতা, ১৭ ডিসেম্বর: শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে মুখোমুখি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। ২০২১ বিধানসভা ভোটের পর দু'জনের মুখোমুখি এই প্রথম দেখা। নবান্নে এই বৈঠকে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। পাশাপাশি নবান্নে শাহি বৈঠকে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও আছেন বৈঠকে।

পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নিয়ে এই বৈঠক চলছে। গত ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চল পরিষদের এই বৈঠক হওয়ার কথা ছিল। আরও পড়ুন-কলকাতা থেকে জেলায় জেলায় শীত আরও বাড়ল, জানুন আরও পারদ পতনের পর তাপমাত্রা কত

দেখুন টুইট

পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত মঞ্চের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে বিষয়টি ভিন্নমাত্রা পেয়েছে।