শিলিগুড়ি, ৬ মে: বিএসএফের (BSF) সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কোচবিহারের তিন বিঘা করিডরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনবিঘা করিডরে বৈঠক সেরে সোজা বাগডোগরা বিমানবন্দরে যাবেন শাহ। সেখান থেকে রওনা দেবেন কলাকাতর উদ্দেশে।
West Bengal | Union Home Minister Amit Shah planted a sapling and holds a meeting with BSF officials at Teen Bigha Corridor in the Cooch Behar district pic.twitter.com/VqSFc3jhIl
— ANI (@ANI) May 6, 2022
শোনা যাচ্ছে, কলকাতায় ফিরেই কাশীপুরে মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী। অমিত শাহর র্যালির দায়িত্বে ছিলেন অর্জুন চৌরাসিয়া। বৃহস্পতিবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
আরও পড়ুন: Arjun Chowrasia: বিজেপি নেতা খুনের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ, মৃতের বাড়ি যেতে পারেন অমিত শাহ
অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। যদিও অর্জুনের মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির অন্তর্দ্বন্দের দিকেই আঙুল তোলেন। যা নিয়ে গোটা রাজ্যে উত্তাপ চড়তে শুরু করেছে।