কলকাতা: কিছুদিন আগেই আভাস দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার মঞ্চ থেকে বলেছিলেন, জানালাটা একটু খুলবেন। মানে, দলে কিছু লোক যোগদান করবেন অন্যদল থেকে। তাঁর লক্ষ্য মূলত বিজেপির দিকেই ছিল।
আর রবিবার বিকেলে সেটাই সত্যি হল। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে এলেন বিজেপি বিধায়ক।
West Bengal | Alipurduar BJP MLA Suman Kanjilal joined Trinamool Congress (TMC) today. pic.twitter.com/9HvtA8oDjP
— ANI (@ANI) February 5, 2023