জোর জল্পনা, আসন্ন লোকসভা নির্বাচনের সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)-কে প্রার্থী করতে পারে তৃণমূল (TMC)। রানাঘাট (সংরক্ষিত) লোকসভা আসন থেকে অনিল বিশ্বাস কন্যা অজন্তাকে দাঁড় করাতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন দাবি করা হয়েছে স্থানীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টে। তবে তৃণমূল নেতারা এই খবরকে স্বীকার করছেন না। গত বছর সিপিআই (এম) ছাড়েন অজন্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োাধ্যায়ের প্রশংসা করে কলম ধরায় অজন্তাকে দলে সাসপেনশনের মধ্যে পড়তে হয়।
গত লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে তৃণমূলের রুপালি বিশ্বাসের বিরুদ্ধে ২ লক্ষ ২৪ হাজার ভোটের ব্যবধানে জেতেন বিজেপি-র জগন্নাথ সরকার। একটা সময় রানাঘাট তৃণমূলের গড় ছিল। সেই গড় উদ্ধারে অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে প্রার্থী করতে পারে দিদির দল।
দেখুন খবরটি
According to news portal @Drishtibhongi, Ajanta Biswas, daughter of former @CPIM_WESTBENGAL leader Anil Biswas, might contest as @AITCofficial candidate from Ranaghat constituency in the upcoming Lok Sabha elections.
— Sandipan Mitra (@SMitra_) February 17, 2024
রানাঘাটে গতবার জগন্নাথ সরকারের জয়ের পিছনে আসল কারণ ছিল বাম ভোটের প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গিয়েছিল।