WB Assembly Elections 2021: শেষবেলার প্রচার, দোলের দিনে নন্দীগ্রামে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Social Media)

কলকাতা, ২৩ মার্চ: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন সমাগত। প্রথম দফার ভোট আগামী শনিবার ২৭ মার্চ। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। শাসক ও বিরোধী দলের নেতা নেত্রীরা জোর কদমে সারছেন শেষবেলার প্রচার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ দোলের দিন নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রামে। তাই নিজের কেন্দ্রেই শেষবেলার প্রচার সারবেন তৃণমূলনেত্রী। শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করার পর নন্দীগ্রামে এসে গত ১৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী হতে চান তিনি। পরে ৫ মার্চ দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন। আরও পড়ুন-Fire in Kolkata: নারকেলডাঙার নর্থ রোডের একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য

সেখানেই দেখা যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত ১০ মার্চ হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন তিনি। সেদিন সন্ধ্যাবেলা বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে আহত হন মমতা। এক সপ্তাহের মধ্যেই ব্যথা পা নিয়েই প্রচার শুরু করেন। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় একের পর এক জনসভা করেন তিনি। আজ ফের পুরুলিয়ায় যাবেন মমতা। তবে তিনি একা নন, ঘাটালের সাংসদ দেব, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচারে রাজনীতির ময়দান কাঁপাচ্ছেন। অন্যদিকে নন্দীগ্রামেই বিজেপি প্রার্থী হয়েছেন দলবদলু শুভেন্দু অধিকারী। তিনি নিদের নির্বাচনী কেন্দ্রে যতবার প্রচারের গিয়েছেন ততবারই জনবিক্ষোভের মাঝে পড়েছেন। তাঁর গাড়ি ঘিরে চলেছে বিক্ষোভ। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বাবা শিশির অধিকারীকেও।

শোনা যাচ্ছে নরেন্দ্র মোদির সভাতে শিশিরবাবুর আর এক ছেলে দিব্যেন্দুও যোগ দিতে চলেছেন। রাজ্যের অষ্টম দফা ভোট পর্বের মধ্যে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এখানেই বিজেপি ও তৃণমূলের সম্মান রক্ষার লড়াই। কে কাকে টপকে যাবে তা জানা যাবে ২ মে।