কলকাতা, ২২ মার্চ: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। সোমবার উত্তর কলকাতার নারকেলডাঙার (Narkeldanga) নর্থ রোডের (North Road) একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে বলে সংবাদ প্রতিদিন সূত্রে খবর। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছয়। আগুন নেভানোর চেষ্টা করে দমকল কর্মীরা।
এদিন সন্ধেয় গেঞ্জি কারখানা থেকে দাউদাউ করে আগুন বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথম দমকলে খবর দেয়। ঘটনাস্থলে প্রথমে ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু সরু গলি ও ঘিঞ্জি এলাকা হওয়ার জেরে আগুন নেভাতে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা। ফলে পরে আরও চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আরও পড়ুন, বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন
শহরে ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনকয়েক আগে স্ট্র্যান্ড রোডে ইস্টার্ন রেলওয়ের সদর দফতরের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও ভুলতে পারেনি শর তিলোত্তমার মানুষ। আজ ফের অগ্নিকাণ্ডের ঘটনাই সেই দিনটি উস্কে দিল।