Coronavirus Cases In India: বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২২ মার্চ: ৪৬ হাজার ৯৫১ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে দেশের মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৬৪৬। ইতিমধ্যেই ৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৯৯৮ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। গতকাল সারাদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৮০ জন। সবমিলিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৪৬৮ জন। রবিবার সারাদিনে দেশে করোনার বলি ২১২ জন। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন। আরও পড়ুন-Uttar Pradesh Shocker: মামার বাড়ির সম্পত্তি দখলের জন্য মাকে মৃত ঘোষণা করল ছেলে

ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র-সহ ৫টি রাজ্যে পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। এই অবস্থায় টিকাকরণ ও করোনা বিধি মানার উপরেই জোর দিচ্ছে কেন্দ্র।