প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বালিয়া, ২২ মার্চ: সম্পত্তি দখলের জন্য পুরসভার রেকর্ডে মাকে মৃত বলে ঘোষণা করল ছেলে। ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে সেই গুণধর ছেলের বিরুদ্ধে। এই মামলায় পুরসভার দুই কর্মীকেও অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাশরা থানার অফিসার নাগেশ উপাধ্যায় বলেছেন, শামশাদ আহমেদ ২০১৭ সালে পুরসভার রেকর্ডে তার মাকে মৃত বলে ঘোষণা করে। মূলত মায়ের বাপের বাড়ির সম্পত্তি বেআইনিভাবে দখলের জন্যই তার এই কুচক্রী পরিকল্পনা। বিষয়টি জেলাশাসকের নজরে আসতেই ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ায়। আরও পড়ুন-Jammu & Kashmir: সোপিয়ানে সেনা এনকাউন্টারে খতম ৪ লস্কর জঙ্গি

এরপরই শামশাদ আহমেদ ও দুই পুরসভা কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। পরবর্তী তদন্ত চলছে।