বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়(Photo Credit-ANI Twitter)

২২মে, ২০১৯:‌ ফি বৃদ্ধির (Fee Hike)প্রতিবাদ। ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) । লিপিকা প্রেক্ষাগৃহে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) বসেন উপাচার্য-সহ বিশ্বভারতীর আধিকারিকরা। বিকেল ৩টে পর্যন্ত কোনও সিদ্ধান্ত না হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য-সহ আধিকারিকদের আটকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। আগেই পড়ুয়ারা এই দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখিয়ে একটি লিখিত জমা দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই মঙ্গলবার আলোচনায় বসেছিল কর্তৃপক্ষ।

বিশ্বভারতীতে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ভর্তির ফি দ্বিগুণ করা হয়েছে। সার্ক দেশের পড়ুয়াদের ফি পাঁচ গুণ ও বিদেশি পড়ুয়াদের ফি দশ গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপরেই বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা।