Mamata Banerjee, Firhad Hakim (Photo Credit: Twitter/Instagram)

কলকাতা, ২৩ ডিসেম্বর: ফল বেরনোর পর এবার কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হলেন অতীন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নতুন মেয়রের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত কলকাতা পুরসভার (KMC) চেয়ারপার্সন হিসেবে অভিষিক্ত হলেন মালা রায়।

২১ ডিসেম্বর কলকাতা পুরসভার ফল ঘোষণা হয়। ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র পদে যাঁকে নির্বাচিত করবেন, সেই সিদ্ধান্ত দলের প্রত্যেকে মেনে নেবেন বলে জানান ফিরহাদ। দলের সিদ্ধান্তই প্রযোজ্য বলেও মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে।

আরও পড়ুন: Dilip Ghosh On Derek O'Brien: একজন সাংসদের বার বার 'নির্বাসন' মানে তিনি ইচ্ছাকৃত একই কাজ করছেন, ডেরেককে কটাক্ষ দিলীপের

পাশপাাশি বিভাজনের রাজনীতিকে প্রত্যাখান করেছেন বাংলার মানুষ। কলকাতা পুরসভার ফল প্রকাশের পর এমন মন্তব্যও করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে।