কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় (Jadavpur University student death case) অভিযুক্ত সৌরভ চৌধুরীকে (Accused Sourabh Chowdhury) ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে (police custody) পাঠানোর নির্দেশ দিলেন আলিপুর আদালতের (Alipore Court) বিচারক।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: Accused Sourabh Chowdhury produced before Alipore Court in connection with Jadavpur University student death case. https://t.co/D9YVFvVzxI pic.twitter.com/yBJEbZ5Qlw
— ANI (@ANI) August 12, 2023
শনিবার তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করে পুলিশ। তার ভিত্তিতে আগামী ২২ অগাস্ট পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। আরও পড়ুন: PM Modi Attack TMC: পঞ্চায়েত নির্বাচনে হিংসার জন্য তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির, ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য
#UPDATE | Accused Sourabh Chowdhury sent to police custody till 22nd August by the Alipore Court in connection with Jadavpur University student death case.
— ANI (@ANI) August 12, 2023
বৃহস্পতিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সামনে থেকে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃতদেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মেস কমিটির সদস্য সৌরভ চৌধুরীর নামে খুনের মামলা রুজু করেন স্বপ্নদীপের বাবা। তার ভিত্তিতে সৌরভ চৌধুরীকে আটক করে জেরা করে পুলিশ। তাতে একাধিক অসংগতি থাকায় রাতের দিকে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর শনিবার আলিপুর আদালতে তোলা হয়।