Representational Image (Photo Credits: File Photo)

মেলায় নিয়ে যাওয়ার নাম করে বছর আটেকের শিশুকন্যাকে নিয়ে বাইরে বেরিয়ে শারীরিক নির্যাতন চালাল পরিবারের পরিচিত যুবক। শনিবার এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানা এলাকায়। জানা যাচ্ছে, অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত ও তাঁর পরিবার ৫ হাজার টাকা দেওয়ারও চেষ্টা করে। কিন্তু তার প্রতিবাদ করে স্থানীয় থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত। যদিও এই ঘটনার পরেই থমথমে রয়েছে এলাকা। নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেলায় নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

পুলিশসূত্রে খবর, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় ওই যুবক মেলায় নিয়ে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে বেরোয়। কিন্তু দীর্ঘক্ষণ সে বাড়িতে না ফেরায় সন্দেহ হয় পরিবারের। প্রায় চারঘন্টা পর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে সবটা জানায়। জানা যাচ্ছে, অন্ধকার রাস্তায় শারীরিক নির্যাতন করে নাবালিকাকে। এমনকী ধর্ষণের চেষ্টাও করে অভিযুক্ত।  এরপর গ্রামের সদস্যরা জানলে সালিশি সভায় বসার প্রস্তাব দেয়।

গ্রেফতার অভিযুক্ত

এরমধ্যেই অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা এসে মিটিয়ে নেওয়ার কথা বলে। এমনকী ঘটনা ধামাচাপা দেওয়া জন্য বাচ্চাটির বাবাকে ৫ হাজার টাকা দেওয়ারও চেষ্টা করে তাঁরা। আর তাতেই ক্ষেপে যায় নির্যাতিতার পরিবার। এরপর বড়ঞা থানায় অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। অবশেষে এদিন গ্রেফতার হয় অভিযুক্ত।