ছবি ট্যুইটার

কলকাতা, ২ জুলাই: সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে দেখা হয়নি শুভেন্দু অধিকারীর। সলিসিটর জেনারেলের ওই দাবির পর এবার পালটা তোপ দাগলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দেখা হওয়ার বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহাতার বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় কি না, সে বিষয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'শুভেন্দুর সঙ্গে দেখা হয়নি, বৈঠকের প্রশ্নই নেই', তৃণমূলের প্রশ্নের মুখে দাবি সলিসিটর জেনারেলের

এদিকে সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, 'শুভেন্দু অধিকারী আমার বাড়িতে আসেন। বিনা নোটিশেই আসেন শুভেন্দু। শুভেন্দু আসবেন, তা তিনি জানতেই না। সেই কারণে তাঁকে অপেক্ষা করতে বলা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও শুভেন্দুর সঙ্গে তিনি দেখা করতে পারেননি, আগে থেকে নির্ধারিত কাজ থাকায়। ফলে তাঁর সঙ্গে দেখা না করেই শুভেন্দু সেখান থেকে চলে যান। এমনকী তাঁর সঙ্গে দেখা করার জন্য কোনও জোরও করেননি শুভেন্দু (Suvendu Adhikari)।'

আরও পড়ুন: Suvendu Adhikari: ''প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই'', সলিসিটর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কুণালের তোপ

ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সলিসিটর জেনারেলের (Solicitor General) বৈঠক  হয়েছে না হয়নি, তা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে জোর কদমে। অন্যদিকে নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী তুষার মেহেতার সঙ্গে দেখা করায় 'প্রভাবশালী' তকমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি তোলেন কুণাল ঘোষ।