Abhishek Banerjee and Mamata Banerjee (Photo Credits: X)

Abhishek Banerjee TMC leader in Lok Sabha: তাঁর রাজনৈতিক কেরিয়ারে আরও একটা ধাপ উঠলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তিনবারের ৩৭ বছরের সাংসদ এবার লোকসভায় TMC দলনেতা হচ্ছেন। অসুস্থ বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসছেন অভিষেক। এই বিষয় নিয়ে এদিন রাতে এক্স প্ল্য়াটফর্মে দলনেত্রী ও দলীয় সাংসদের ধন্যবাদ জানালেন লোকসভায় তৃণমূলের নয়া দলনেতা। ডায়মন্ডহারবারের সাংসদ এক্স প্ল্যাটফর্মে লিখলেন, " লোকসভায় আমাদের সংসদীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমায় বেছে নেওয়ায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার দলের সাংসদরা আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত। সংসদে তৃণমূলের কণ্ঠ যাতে দৃঢ় ও অবিচল থাকে সেটা আমি আমার সহ সাংসদদের নিয়ে নিশ্চিত করার দায়িত্ব নেবো। একসঙ্গে আমরা কেন্দ্রীয় সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ব মত সংবিধানের মৌলিক মূলবোধগুলিকে রক্ষার চেষ্টা করব।"

কী লিখলেন অভিষেক

এরপর অভিষেক লেখেন, "আমাদের মিশন খুব পরিষ্কার: বাংলার মানুষের অধিকার, শ্রদ্ধা এবং আকাঙ্খাগুলি রক্ষা করা। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী, সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র সাংসদের আমার পাশে থাকা, সমর্থন, পথ নির্দেশ করা এবং উতসাহ দানের জন্য আমি খুবই কৃতজ্ঞ।"

দেখুন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কী লিখলেন

দলের সুপ্রিমো মমতা এই বিষয়ে কী জানিয়েছেন

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন খুবই অসুস্থ। তাঁর জায়গায় অভিষকেকে লোকসভায় দলনেতা করা হল। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ফিরলে তিনি ফের লোকসভায় দলনেতা হবেন। ২০১১ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে, তৃণমূল সুপ্রিমোর পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতা হন।

দেখুন মমতা বন্দ্য়োপাধ্যায় কী লিখলেন

লোকসভায় তৃণমূলের মোট ২৯জন সাংসদ আছেন

প্রসঙ্গত, তৃণমূলের লোকসভা মোট ২৯ ও রাজ্যসভায় ১৩ জন সাংসদ আছে। বয়স ও অভিজ্ঞতার বিচারে লোকসভায় তৃণমূলের মধ্যে সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের মত এগিয়ে রয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। তবে তাঁরও শরীর বিশেষ ভাল নেই, বলে শোনা যাচ্ছে।