Abhishek Banerjee TMC leader in Lok Sabha: তাঁর রাজনৈতিক কেরিয়ারে আরও একটা ধাপ উঠলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তিনবারের ৩৭ বছরের সাংসদ এবার লোকসভায় TMC দলনেতা হচ্ছেন। অসুস্থ বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসছেন অভিষেক। এই বিষয় নিয়ে এদিন রাতে এক্স প্ল্য়াটফর্মে দলনেত্রী ও দলীয় সাংসদের ধন্যবাদ জানালেন লোকসভায় তৃণমূলের নয়া দলনেতা। ডায়মন্ডহারবারের সাংসদ এক্স প্ল্যাটফর্মে লিখলেন, " লোকসভায় আমাদের সংসদীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমায় বেছে নেওয়ায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার দলের সাংসদরা আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত। সংসদে তৃণমূলের কণ্ঠ যাতে দৃঢ় ও অবিচল থাকে সেটা আমি আমার সহ সাংসদদের নিয়ে নিশ্চিত করার দায়িত্ব নেবো। একসঙ্গে আমরা কেন্দ্রীয় সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ব মত সংবিধানের মৌলিক মূলবোধগুলিকে রক্ষার চেষ্টা করব।"
কী লিখলেন অভিষেক
এরপর অভিষেক লেখেন, "আমাদের মিশন খুব পরিষ্কার: বাংলার মানুষের অধিকার, শ্রদ্ধা এবং আকাঙ্খাগুলি রক্ষা করা। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী, সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র সাংসদের আমার পাশে থাকা, সমর্থন, পথ নির্দেশ করা এবং উতসাহ দানের জন্য আমি খুবই কৃতজ্ঞ।"
দেখুন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কী লিখলেন
I am deeply honoured by the trust reposed in me by our party chairperson Didi @MamataOfficial and my fellow MPs of the All India Trinamool Congress, in choosing me to lead our parliamentary party in the Lok Sabha.
With full commitment and humility, I take on this responsibility… pic.twitter.com/DCdgTocvjO
— Abhishek Banerjee (@abhishekaitc) August 4, 2025
দলের সুপ্রিমো মমতা এই বিষয়ে কী জানিয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন খুবই অসুস্থ। তাঁর জায়গায় অভিষকেকে লোকসভায় দলনেতা করা হল। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ফিরলে তিনি ফের লোকসভায় দলনেতা হবেন। ২০১১ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে, তৃণমূল সুপ্রিমোর পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতা হন।
দেখুন মমতা বন্দ্য়োপাধ্যায় কী লিখলেন
I convened a virtual meeting today with all @AITCofficial MPs from both the Lok Sabha and Rajya Sabha. Given that our Lok Sabha leader, Shri Sudip Bandyopadhyay, is unwell and undergoing medical treatment, the MPs have unanimously decided to entrust Shri Abhishek Banerjee with…
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
লোকসভায় তৃণমূলের মোট ২৯জন সাংসদ আছেন
প্রসঙ্গত, তৃণমূলের লোকসভা মোট ২৯ ও রাজ্যসভায় ১৩ জন সাংসদ আছে। বয়স ও অভিজ্ঞতার বিচারে লোকসভায় তৃণমূলের মধ্যে সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের মত এগিয়ে রয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। তবে তাঁরও শরীর বিশেষ ভাল নেই, বলে শোনা যাচ্ছে।