কলকাতা, ৪ অগাস্ট: লোকসভায় তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিলেন অভিষকে বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার থেকে লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবেও কার্যভার সামলাবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে নির্বাচিত করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। ফলে তাঁর জায়গায় এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যভার সামলাবেন বলে জানা যাচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন লোকসভার দলনেতার পদ নিলেন, সেই সংসদ থেকে চিফ হুইপের পদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়লেন বলেও জানা যাচ্ছে।