আগামী মাস থেকেই রাজ্যে শুরু এসআইআর। আর এসআইআর শুরুর আগে থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। এসআইআইর আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন তিনি। সেই আগরপাড়াতে গিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্যে শোনা যায় হুঁশিয়ারির সুর। এমনকী স্থানীয় বিজেপি নেতৃত্বকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মোদী-শাহদের আক্রমণ অভিষেকের
অভিষেক বলেন, জ্ঞানেশ কুমার কি প্রমাণ দেখাতে পারবেন যে তাঁর বাবার নাম ভোটার লিস্টে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেটে থাকা রেলমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ প্রতিটি মন্ত্রী তাঁদের বাবা-মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন? নির্বাচন কমিশনের কর্মী, বিজেপির কর্মী-সমর্থকেরা নথিপত্র দেখাতে পারবেন?
বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের
বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, যদি স্থানীয় বিজেপি নেতারা এলাকায় ঢোকে, ঘিরে ধরবেন তাঁদের। বলবেন, বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসতে। নাহলে গাছে, পোস্টে বেধে রাখবেন। কারোর গায়ে হাত তুলবেন না। তবে তাঁদের বলবেন আগে সার্টিফিকেট নিয়ে আসতে তারপরেই দড়ি খোলা হবে। অমিত শাহরা আমাদের সার্টিফিকেট দেখতে চেয়েছে, আগে তাঁরা তাঁদের বাবা, ঠাকুরদা, ঠাকুরমায়ের সার্টিফিকেট দেখাক। তারপর তাঁরা বাকিদের থেকে কাগজ চাইবে।