Abhishek Banerjee. (Photo Credits: X)

কলকাতা, ২ সেপ্টেম্বর: আরজি কর আন্দোলনে 'আমরা-ওরা' না করার আবেদন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisheek Banerjee)। তৃণমূলের সব কর্মী, সমর্থকদের আন্দোলনকারী চিকিৎসক, নাগরিক সমাজের পাশে থাকার আবেদন জানিয়ে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আন্দোলনকারীদের নিয়ে যাতে দলীয় কর্মীরা আপত্তিকর মন্তব্য, আক্রমণ করে কথা না বলেন সেই আবেদন করলেন অভিষেক।

আরজি কর আন্দোলন নিয়ে এদিন অভিষেক বন্দ্য়োপাধ্যায় এক্স পোস্টে লিখলেন " সব পার্টির জন প্রতিনিধিদের আবেদন করব আরও নম্র এবং সহানুভূতিশীল হন। আমি তৃণমূল কংগ্রেসের সব কর্মীদের আবেদন করব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কিংবা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে কোনওরকম কু মন্তব্য, খারাপ আচরণ করবেন না। প্রত্যেকের অধিকার রয়েছে প্রতিবাদ করার। এখানেই বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে বাংলার পার্থক্য। আমরা বুলডোজার মডেল ও দমনের রাজনীতির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করছি। এখন সময় হল আর যেন কোথাও এরকম ভয়াবহ ঘটনা না ঘটে তা নিশ্চিত করা। গোটা বাংলাকে এক হয়ে লড়াই করতে হবে এবং এই লড়াই যেন অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত চলে। সময়ের মধ্যে বিচার পাওয়া ধর্ষণ বিরোধী আইন রাজ্য এবং কেন্দ্র সরকার যেন কার্যকর করে।" আরও পড়ুন-১৬ দিন জেরার পর অবশেষে গ্রেফতার আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ

দেখুন আরজি কর আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন অভিষেক

আরজি করের ঘটনায় (RG Kar Incident) যুক্ত দোষীদের ফাঁসির দাবিতে আয়োজিত কর্মসূচিতে অশোকনগরের তৃণমূল নেতার মুখে যায় 'মা বোনের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে' দেওয়ার কথা। দলীয় কর্মসূচির মঞ্চ থেকে দলের নেতার এরূপ মন্তব্য ঘিরে কার্যত অস্বস্তিতে পড়ে শাসক দল। কর্মসূচিতে সভা মঞ্চের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। তড়িঘড়ি অশোকনগরের (Ashoknagar) তৃণমূল নেতা অতীশ সরকারকে বরখাস্ত করল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডেলে জানান, এক বছরের জন্যে ওই দলীয় নেতাকে সাসপেন্ড করা হয়েছে।