কলকাতা, ২ সেপ্টেম্বর: টানা ১৬ দিন ধরে জেরা করার পর আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-কে গ্রেফতার করল সিবিআই। গত কয়েক দিন ধরে সন্দীপ ঘোষ প্রতিদিন সিবিআই দফতরে হাজিরা দিয়ে বাড়ি ফিরতেন। এদিন সন্ধ্যায় জেরা শেষে আর বাড়ি নয়, গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। আরজি করে ধর্ষণ ও খুন কাণ্ডের পাশাপাশি হাসপাতালের আর্থিক অনিয়ম মামলারও তদন্ত করছে সিবিআই। সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষাও করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনা কাণ্ডে ততকালীন সুপার সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর গত ১৫ অগাস্ট প্রথমবার সন্দীপ ঘোষকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। এরপর টানা ৯ দিন তাঁকে ৯-১০ ঘণ্টার দীর্ঘ জেরা করা হয়। তারপর বেলেঘাটায় সন্দীপের বাড়িতেও হানা দেন সিবিআই কর্তারা। আরও পড়ুন-বিধানসভায় আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে উল্লেখ না করায় বিজেপি বিধায়কদের নিয়ে শোকপ্রস্তাব শুভেন্দু অধিকারীর
সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ
News Alert ! CBI arrests ex-RG Kar Hospital principal Sandip Ghosh over 'financial misconduct' in the medical establishment: Official. pic.twitter.com/XV0R0KmwPA
— Press Trust of India (@PTI_News) September 2, 2024
আরজি করে ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে নামা আন্দোলনকারীদের দাবি ছিল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবার আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুললেন। এই দাবিতে কলকাতার রাজপথে মিছিলে নামেন অসংখ্য জুনিয়র ডাক্তার। লালবাজারের উদ্দেশ্যে হওয়া এই মিছিল ঠেকাতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সেন্ট্রাল, লালবাজার এলাকা।