সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের শোকপ্রস্তাবে আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে উল্লেখ করার দাবি জানিয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। আর তার জেরেই বিধানসভা চত্বরে মৌন মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। এদিন বিশেষ অধিবেশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে শোকপ্রস্তাব হয়। তখনই বিজেপি বিধায়ক শুভেন্দু নিহত চিকিৎসককে নিয়ে শোকপ্রস্তাবের দাবি তোলেন। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আইনগত সমস্যার জন্য তাঁর নাম নেওয়া সম্ভব নয়। তখন পাল্টা শুভেন্দু কিছু বলতে উঠলে পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে বসতে বলেন। আর সেই নিয়ে তুমুল হই হট্টোগোল শুরু হয়। এরপর অধিবেশন মুলতুবি হয়ে গেলে ফাঁকা বিধাসভায় বিজেপি বিধায়কদের নিয়ে শোকপ্রস্তাব পাঠ করেন শুভেন্দু অধিকারী।
এই নিয়ে বিরোধী দলনেতা বলেন, আমরা আরজি করের নির্যাতিতার নাম উল্লেখ না করেই শোকপ্রস্তাব পাঠ করতে বলেছিলাম। কিন্তু অধ্যক্ষ আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাই আমরা বিধানসভায় আলাদা করে বৈঠক করে নিজেদের মতো করে শোকপ্রস্তাব পাঠ করি। ওঁরা নিহত মহিলা চিকিৎসককে সম্মান চানাতে চায় না। এমনকী এই প্রসঙ্গ নিয়ে বিধানসভাতো কোনও আলোচনাও চায় না। এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত।
#WATCH | Kolkata: West Bengal LoP and BJP leader Suvendu Adhikari says, "TMC led state govt didn't allow us to pay our respect to our doctor sister, they refused...we separately organised our condolences meeting to the departed soul..." pic.twitter.com/pGABvPxxT4
— ANI (@ANI) September 2, 2024
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও বিক্ষোভ অব্যাহত। এখনও পর্যন্ত এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তবে কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠে আসছে। আজ জুনিয়র চিকিৎসকরা লালবাজারের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।