কলকাতা, ২৫ নভেম্বর: দার্জিলিং থেকে ফিরেই করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। মঙ্গলবার রাতে কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই আব্দুল মান্নানকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাইসুগার-সহ কোমর্বিটি রয়েছে, যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। যদিও আব্দুল মান্নানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পড়ুন: Mamata Speech At Bankura Rally: 'জেলে ভরলে সেখান থেকেই তৃণমূলকে জেতাব', বাঁকুড়ার সভায় বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে দার্জিলিং পৌঁছন আব্দুল মান্নান। এই সপ্তাহেই কলকাতা ফিরেছিলেন তিনি। ফুসফুসে সমস্যা দেখা দেওয়ার জেরে চিকিৎসকদের পরামর্শতে করোনা পরীক্ষা করান চাঁপদানির কংগ্রেস বিধায়ক। এরপরই রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আব্দুল মান্নানের করোনা আক্রান্তের খবরে চিন্তিত মান্নানের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন।