নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। বর্ষবরণের রাতে কার্যত পিটিয়ে খুন করা হল সুব্রত মাঝি নামে ওই যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের মহিষবাথান এলাকার উদয়ন পল্লীতে। জানা যাচ্ছে, ওইদিন যুবকের জন্মদিনও ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত সবুজ মিস্ত্রি নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Bidhannagar Electronic Complex Police Station)। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে কেন তাঁকে খুন করা হল তার জন্য অভিযুক্তকে জেরা করা হচ্ছে।
পুলিশসূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ সুব্রতর এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে যায়। বেরোনোর সময় সে জানায় যে তাড়াতাড়িই বাড়ি ফিরে আসবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও সুব্রতর খোঁজ পাওয়া যায় না। ফোন করেও চেষ্টা করা হয় যোগাযোগ করার এবং রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুজিও করেন।
তবে সকালে ওই যুবকেরই এক বন্ধু গুরুতর আহত অবস্থায় বাড়ি নিয়ে আসে। জানায় যে স্থানীয় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করিয়ে পাঠানো হয়েছে। এরপর বাড়িতেই অবস্থার অবনতি হওয়ায় আরজি কর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই বন্ধুটিও নিখোঁজ বলে জানা গিয়েছে।