Police, Representational Image (Photo Credit: File Photo)

বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল নিউটাউনে (Newtown)। একটি বহুতলের ৬ তলা থেকে ঝাঁপ দেয় বছর ৪০-এর এক ব্যক্তি। দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে নিউটাউনের অ্যাকশন এরিয়া ১ এলাকার ইউনিটেক বিল্ডিংয়ে। ইতিমধ্যেই আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যদিও সে কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন, এবং এটা নিছকই কি আত্মহত্যার ঘটনা নাকি অন্যকিছু, তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আহত ব্যক্তির পরিবার, অফিসের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে তদন্তকারীরা।

আত্মঘাতীর চেষ্টা করেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী

জানা যাচ্ছে, এদিন অফিসে বসেই মধ্যাহ্নভোজন করেন দ্বৈপায়ন ভট্টাচার্য। তারপর কাজে যোগ দেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই সকলের নজর এড়িয়ে ৬ তলায় চলে যান। সেখান থেকে ঝাঁপ দেন দ্বৈপায়ন। যদিও কী কারণে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী আত্মঘাতী হওয়া চেষ্টা করলেন তা এখনও পরিস্কার নয়।

গতবছরেও নিউটাউনে আত্মঘাতী হয়েছিলেন এক যুবক

গতবছরেও সেক্টর ফাইভে একটি বহুতল থেকে ঝাঁপ দিয়েছিল এক যুবক। সেবার ঘটনায় আত্মঘাতী হয়েছিলেন এক যুবক। তাঁর ওপর বেসরকারী সংস্থার ঋণের বোঝা, অফিসের চাপ সহ একাধিক সমস্যা ছিল। সেই কারণেই আত্মঘাতী হন তিনি।