প্রতীকী ছবি(Photo Credit: PTI)

জলপাইগুড়ি, ২৭ জানুয়ারি: ফের সেলফি (selfie) কাড়ল প্রাণ, এবার ঘটনাস্থল উত্তরবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri)। প্রজাতন্ত্র দিবসের দিনে ময়নাগুড়ির একটি কোচিং সেন্টারের তরফে পড়ুয়াদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় ওদলবাড়ি এলাকার ঘুসি নদীর ধারে চলছিল পিকনিক। কাছেই রেলব্রিজ দেখতে গিয়ে তাতে উঠে পড়েন দুই ছাত্রী। এরপর শুরু হয় সেলফি তোলার হুজুগ। একের পর এক সেলফির নেশায় যখন যখন দুই ছাত্রী মশগুল কখন যে পিছনে চলে এসেছে আলিপুরদুয়ার গামী প্যাসেঞ্জার ট্রেন, দুজনের কেউই খেয়াল করেননি। আর কি, এক ধাক্কায় সোজাসোজি ছিটকে নিজের ঘুসি নদীর জলে। ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। কিছুটা দূরে ছিলেন দ্বিতীয় জন, তাঁর হাতে ছিল মোবাইল। হঠাৎ সামনে ট্রেন দেখে তিনিও নদীতে ঝাঁপ দেন। আরও পড়ুন-Kolkata: কন্যা সন্তান, তাই ২ মাসের একরত্তিকে খুন করল মা

রেলপুলিশের তৎপরতায় দুজনকেই উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় জলে পড়া বছর একুশের তরুণীর মৃত্যু হলেও। তাঁর সহপাঠী জীবিত আথেন। তবে এত উঁচু থেকে ঝাঁপ দিয়ে পড়ায় তাঁর আঘাত গুরুতর। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় কোচিং সেন্টারের পিকনিক মাথায় উঠেছে। সহপাঠীর মৃত্যুতে পড়ুয়ারা প্রাক হতবাক, শোকে পাথর মৃত ছাত্রীর বাবা-মা। সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে য়াওয়া থেকে সমুদ্রে ঢেউয়ে ডুব এমনকী বাঘের মুখের সামনে পড়া। কোনও ঘটনাই বাদ নেই। তবুও সেলফি যেন অমোঘ টান, যার নেশা এড়াতে পারলেন না জলপাইগুড়ির ওই ছাত্রী, নিশ্চিত মৃত্যু তাঁকে ডেকে নিল।