রিলিজের পর দ্বিতীয় দিনে মাত্র সাড়ে ৩ কোটি টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'সেলফি'। রিলিজের দিন আড়াই কোটি, আর শনিবার সাড়ে ৩ কোটি টাকা। দু দিনে মাত্র সাড়ে ৫ কোটি টাকার ব্যবসা করে অক্ষয়ের কেরিয়ারে অন্যতম বড় ফ্লপের পথে 'সেলফি'। আজ, রবিবার সেলফির কাছে শেষ সুযোগ বক্স অফিসে ব্যবসা বাডা়নোর। তবে সেলফির হিট হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে।
রাজ মেহতা পরিচালিত করণ জোহর প্রযোজিত সেলফি-র বাজেট ৮০ কোটি টাকা। প্রচারেও বেশ খরচ করা হয়। কিন্তু সেলফি-র প্রথম দিনের ব্যবসাই বলে দিচ্ছে, ঠিক কত বড় ফ্লপ হতে চলেছে অক্ষয়-ইমরান হাসমির এই সিনেমা। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন কোথাও ব্যবসা দিতে পারছে না করণ জোহর প্রযোজিত, রাজ মেহতা পরিচালিত সেলফি। এমনও শোনা যাচ্ছে বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়।
দেখুন টুইট
Saturday Box-office Collections:#Selfiee ₹3.50 Crores (Day 2)#Shehzada ₹70 Lakh (Day 9)#Pathaan ₹2.10 Crores (Day 33) pic.twitter.com/fjFQfd8RS2
— Amit. (@iOnlyAJ) February 26, 2023
গতকাল, শনিবার বলিউডের তিনটি সিনেমার মধ্যে অক্ষয়ের সেলফি সাড়ে তিন কোটি টাকার ব্যবসা করে। ৫২তম দিনেও সেখানে শাহরুখ খানের পাঠান করেছে ২ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা। অন্যদিকে, কার্তিক আরিয়ানের শেহজাদা অষ্টম দিনে করেছে মাত্র ৭০ লক্ষের ব্যবসা।
গত তিন বছরে টানা ১০টা সিনেমা ফ্লপ হতে চলেছে অক্ষয়ের। 'বেল বটম', 'বচ্চন পান্ডে', 'রাম সেতু', 'সম্রাট পৃথ্বিরাজ', 'রক্ষা বন্ধন', 'রাম সেতু'-র চেয়েও বড় ফ্লপ হতে পারে সেলফি। অথচ ২০১৩ থেকে অক্ষয়ের সিনেমা মানেই সুপার হিট, মেগা হিট। 'স্পেশাল ২৬' থেকে 'হলিডে', 'বেবি', 'এয়ারলিফট', 'জলি এলএলবি টু', 'টয়লেট:এক প্রেম কথা', 'প্যাডম্যান', 'কেশারি'- একের পর এক অবিশ্বাস্য সাফল্য পেতে থাকেন অক্ষয়। কিন্তু ২০২০-থেকে অক্ষয়ের কেরিয়ারে যেন রাহুর দশা। তাঁর একের পর এক বড় বাজেটের ছবি একেবারে মুখথুবড়ে পড়ে।