ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পড়ুয়ার রহস্যমৃত্যু। গত বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের মধ্যে একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক তরুণীর মৃতদেহ। এদিন ৪ নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশে থাকা একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় দেহটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশ। তাঁরাই তরুণীকে উদ্ধার করে কেপিসি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

শোকস্তব্ধ পরিবার

জানা যাচ্ছে, মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়। আচমকা বাড়ির মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। এমনকী প্রতিবেশীরাও একথা বিশ্বাস করতে পারছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, মেয়েটি যথেষ্ট মেধাবী ছিলেন। কেন তাঁর এরকম ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে ওর মতো প্রাণোচ্ছল মেয়ে আত্মহত্যা করতে পারে না বলেই আমাদের অনুমান। এমনকী পরিবারেরও কোনও সমস্যা ছিল না। এই ঘটনার পর থেকেই থমথমে নিমতার ললিত গুপ্ত স্ট্রীট এলাকা।

পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাব

শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থল পরিদর্শন করছে তদন্তকারী দল। জানা যাচ্ছে, ২১ বছরের এই তরুণী যাদবপুরে ইংরাজি বিভাগের স্নাতকস্তরের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এদিন বিভাগীয় কোনও অনুষ্ঠানে রাত পর্যন্ত ছিল। তাঁর দেহ রাত ১০টা ২০ নাগাদ জলাশয়ে ভাসতে দেখে সহপাঠীরা। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরাই নেই। যে কারণে চার নম্বর গেটের কাছে একটি ক্যামেরা ও সিকিউরিটি রুমের কাছে একটি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করেই অস্বাভাবিক কিছু খোঁজার চেষ্টা করছে পুলিশ।