কলকাতা: মোমিনপুরের (Mominpur) হিংসার ঘটনায় তদন্ত করতে কলকাতায় এলেন জাতীয় তদন্তকারী সংস্থার (national investigation agency) আধিকারিকরা। মোমিনপুর হিংসার (Violence) ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তাঁরা।
গত ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের (Clash) জেরে প্রবল উত্তেজনা ছড়ায় কলকাতার মোমিনপুর এলাকায়। পরে একবালপুর থানাতে বিক্ষোভ দেখান একদল মানুষ। সংঘর্ষে ন জন পুলিশ আধিকারিক জখম হন। এর মধ্যে ২ জন আইপিএস আধিকারিক ও সাতজন সাব ইন্সপেক্টরও আছেন। বিষয়টি কেন্দ্র করে এরপর থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্য প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামলানোর জন্য ১৪৪ ধারা জারি করে। গ্রেপ্তারও করা হয় ৪০ জনকে। তাদের বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসেও তাতে। কিন্তু, তারপরেও রাজ্য পুলিশ হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টেও (Kolkata High court) এনআইএ-কে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ (PIL) মামলা হয়।
তারপরই দুদিন আগে এই মামলার তদন্ত ভার গ্রহণ করে এনআইএ। আর এই মামলার দায়ভার গ্রহণ করার পরেই বিশেষ আদালতে আবেদন করে গ্রেপ্তার হওয়া ৪০ জনকে নিজেদের হেফাজতে চেয়ে মামলা করে জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মামলার শুনানি শেষ হওয়ার আগে মোমিনপুরে হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ।
West Bengal | NIA team reaches Mominpur in Kolkata to probe the October 9 violence. NIA had registered a case in Mominpur violence & will investigate the matter. pic.twitter.com/PW7RA79Zcc
— ANI (@ANI) October 22, 2022