প্রতীকী ছবি (File Photo)

এগরা পুুরসভার (Egra Municipality) প্রাক্তন ইঞ্জিনিয়রের বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযান। উদ্ধার হল বিপুল পরিমানের টাকা। মঙ্গলবার দুপুরে থেকে ওই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইঞ্জিনিয়র চন্দন দাসের বাড়ি তল্লাশি অভিযান চলে। বুধবার উদ্ধার হল কমপক্ষে ৭ লক্ষ লক্ষ টাকা সহ কয়েক ভড়ি গয়না। জানা যাচ্ছে, টাকার পরিমাণ এতটাই ছিল যে শেষমেশ টাকা গোনার যন্ত্র আনতে হয়েছিল পুলিশ অফিসারদের। পুলিশ সূত্রে খবর, এই টাকা ও সোনা ছাড়াও একাধিক হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে চন্দন দাসের নামে। সেগুলির খোঁজে এগরা, কলকাতা সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

পুলিশসূত্রে খবর, এগরা পুরসভায় যতদিন চন্দন দাস কর্মরত ছিলেন, ততদিন প্ল্যান পাশ করিয়ে নেওয়া জন্য ঘুষ নিতেন। ২০২১ সালে তাঁর এই স্বভাব ও খারাপ কাজের জন্য তাঁর বদলি হয়। এগরা থেকে ধূপগুড়ি পুরসভাতে তাঁর বদলি হয়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুরোনো অভিযোগের বিরুদ্ধে তদন্ত হয়। তারপরেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তারপরেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের টাকা। যদিও এই তল্লাশি অভিযানের খবর পেয়েই পলাতক হয়েছে চন্দন দাস। তাঁর থোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।