কলকাতা, ৩ এপ্রিল: তৃতীয় দফার ভোটে মোট ৭০৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। তারা জানিয়েছে, ৮৯ কম্পানি বাহিনী দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে, আরও ৬১৮ কম্পানি বাহিনী আনা হবে। সব মিলিয়ে সংখ্যাটি হবে ৭০৭। আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ৩১টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় ৩০৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কম্পানি বাহিনী থাকছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৩৩ এবং কমিশনারেট এলাকায় ১১ সহ মোট ১৪৪ কম্পানি বাহিনী আসছে। অন্যদিকে হুগলি জেলায় ১৬৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
তৃতীয় দফার কোন কোন কেন্দ্রে ভোট:
- হাওড়া-শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, সাঁতরাগাছি, বিষ্ণুপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ।
- হুগলি-জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল।
- দক্ষিণ ২৪ পরগনা-কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি,’ কী বলছেন তৃণমূল প্রার্থী কৌশানী?
২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ২ দফায় ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৮ দফায় ভোট নেওয়া হবে। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।