শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ির জেলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হল ৫৬ জন যুবতী। এনজেপি স্টেশন থেকে থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি ও আরপিএফ। সোমবার রাতে যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের জনা ৫৬জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার।
কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে। কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস-এ।এরপর আরেকটি চাঞ্চল্যকর বিষয় রেল পুলিশের সামনে আসে, দেখা যায় ওই যুবতীদের কারো কাছেই টিকিট ছিল না। শুধুমাত্র প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার উত্তরবঙ্গের ৫৬জন যুবতী। পটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৬জন যুবতী। কাজের টোপ দিয়ে বিহার নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। জিআরপির সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে যুবতীদের। ১ মহিলা সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।
🔴 প্রতি ঘণ্টা,… pic.twitter.com/8HWwd6FHE8
— Republic Bangla (@BanglaRepublic) July 22, 2025
সোমবার রাত ন'টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসঙ্গে এত যুবতী যাচ্ছে কোথায়, বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ এর। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন বাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। এরপরেই আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফ এর। কারণ, তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে,কেন তোলা হয়েছে? এরপর ওই যুবতীরা জানায়, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
On 21.07.2025 RPF/POST /NJP Rescued 56 adult girls and arrest of 02 traffickers from T/No. 13245 DN at New jalpaiguri railway station . Later on, handed over to their parents .#Operation_AAHT@drm_kir@rpf_nfr1@RPF_INDIA pic.twitter.com/sWPBGbMl47
— RPF KATIHAR DIV (@rpfnfrkir) July 22, 2025