Representative image

স্কুল মেরামতির কাজ চলছিল, তাই ভিড় ছিল রাজমিস্ত্রিদের। এরমধ্যেই এক রাজমিস্ত্রির কুকীর্তিতে চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার শ্যামপুকুর (Syampukur) এলাকা। বৃহস্পতিবার ডাফ হাইস্কুলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছে। যার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। গতকাল রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখা তাঁরা। রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত রাজমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বাথরুমে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে নাবালিকাকে

জানা যাচ্ছে, গতকাল সকাল থেকেই স্কুলে মেরামতির কাজ চলছিল। সেই সময় এক মিস্ত্রি ৫ বছরের এক শিশুকন্যাকে ললিপপের লোভ দেখায়। কিন্তু সে লজেন্স খাবে না বলে জানালে তাঁকে চকোলেট দেয়। তারপর তাঁকে সকলের অলক্ষে বাথরুমে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। অভিযোগ, যুবকটি যৌনাঙ্গ অনাবৃত করে শিশুকন্যাকে হাত দিতে বলে। এরপরেই নাবালিকা ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে।

বিক্ষোভ দেখায় অভিভাবকরা

পরবর্তীকালে পরিবারের কাছে গিয়ে গোটা বিষয়টি জানালে তখন বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর অভিযুক্ত রাজমিস্ত্রির শাস্তির দাবিতে স্কুল চত্বরে রাতভর বিক্ষোভ দেখান অভিভাবকরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।