কলকাতা, ১১ জুন: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৪৪০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৮৮ জন। আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০৯ জন। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৪৪২। সুস্থতার হার ৪০.৮২ শতাংশ।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার ৫৭৯। তবে করোনায় চিকিত্সাধীনদের থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা বেশি। চিকিত্সাধীন যেখানে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ জন সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯ জন। ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৪৯.২১ শতাংশ। কিন্তু দেশে প্রতি ২৪ ঘণ্টায় যেভাবে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, তাতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। একদিনে দেশে ৯ হাজার ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে খুলছে বেলুড় মঠ, দেখা যাবে না সন্ধ্যারতি
ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। তবে দেশে আরও কয়েক মাস করোনা থাকবে। তাই কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।