Asansol: জামুড়িয়ায় মদের দোকানে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবকের!
খুনের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

জামুড়িয়া, ১৩ নভেম্বর: আসানসোলের (Asansol) জামুড়িয়ায় (Jamuria) মদের দোকানে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের (Murder) অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জামুড়িয়ার শিবপুর এলাকার মোতিবাজারের কাছে এই ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকানের মধ্যেই এই চার কর্মী ঘুমোচ্ছিলেন। সেই সময়ে সাধু হেমব্রম নামে এক যুবক তাদের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে।

লাঠির আঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে তিনজনের নাম কালিয়া ভুঁইয়া, প্রশান্ত সাহা ও সুবোধ বাউরি। একজের পরিচয় জানা যায়নি।প্রাথমিক তদন্তের পর সাধু মানসিক ভারসাম্যহীন। তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে খবর। এরপর এই দোকানেই সাধু মাঝিকে আশ্রয় দেয় এই চারজন কর্মী। আরও পড়ুন: Suvendu Adhikari: বহুদিন পর শুভেন্দুর মুখে দলনেত্রী শব্দবন্ধ, কাঁথির অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর

ইতিমধ্যেই সাধুকে গ্রেপ্তার করেছে জামুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। সেই সময় মদের দোকানে উপস্থিত থাকা বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।