কলকাতা: মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) গেটের সামনে তিন মহিলা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেন। এই ঘটনা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মহিলারা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা এবং ‘আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সদস্য। তাঁদের নাম পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই এবং বন্দনা নস্কর।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে এবং আগুন লাগার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ণিমা হালদার গায়ে কেরোসিন ঢেলেছিলেন, তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য মহিলাদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন: Abhishek Banerjee On SIR: 'প্রথমে কেন্দ্রীয় সরকার ভেঙে দেওয়া হোক, তারপর গোটা দেশে এসআইআর হোক', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সূত্রে খবর, ২০১৭ সালে গঠিত সমবায় সমিতির ২০২৫ সালের নির্বাচনে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, ফলে তাঁরা নমিনেশন দাখিল করতে পারেননি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ তা মানেনি। এছাড়া, সমবায় সমিতি মোটা সুদের প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করলেও তা ফেরত না দেওয়ার প্রতিবাদে মহিলারা এই চরম পদক্ষেপ নেন।