প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতাঃ আর জি কর হাসপাতালে(RG Kar Hospital) ফের ডাক্তারি পড়ুয়ার(MBBS Student) মৃত্যু। কামারহাটির ইএসআই কোয়ার্টার থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার দেহ। মৃত ছাত্রীর মা ইএসআই হাসপাতালের চিকিৎসক। বর্তমানে মায়ের সঙ্গেই ওই কোয়ার্টারে থাকছিলেন ওই পড়ুয়া। পরিবার সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরজি কর হাসপাতালে তরুণী MBBS পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩০ জানুয়ারি। বেশ কয়েকবার ফোন করেও মেয়ের সাড়া পাননি মা। এরপরই কোয়ার্টারে ফিরে দরজায় টোকা দেন ওই ছাত্রীর মা। কোনও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেন তিনি। ধাক্কাধাক্কিতে খুলে যায় দরজা। আর এরপরই তিনি দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মেয়ে। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই তড়িঘড়ি ওই পড়ুয়াকে নিয়ে হাসপাতালে ছোটেন। কামারহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে কামারহাটি থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গত বছরের মাঝামাঝি সময় থেকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় খবরের শিরোনামে কলকাতার আর জি কর হাসপাতাল। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে। বছর ঘুরতে না ঘুরতেই সেই আর জি কর হাসপাতালে ফের ছাত্রী মৃত্যুর খবর সামনে এল।

আর জি করে ফের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, দায়ের হল মামলা