21 July TMC Rally (Photo Credits: X)

তৃণমূল কংগ্রেস (TMC) আয়োজিত ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ এবং সভা (21 July TMC Rally) করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে সভা ঘিরে কলকাতার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে কড়া অবস্থান শুনিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২১ জুলাইয়ের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতিতে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে হবে, ওই দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের কোন রাস্তায় যানজট হবে না। ট্রাফিক নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।

২১ জুলাই ঘিরে শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

২১ জুলাইয়ের রাজনৈতিক অনুষ্ঠান ঘিরে আজ শুক্রবার আদালত কিছু শর্ত বেঁধে দিয়েছে। বিচারপতির নির্দেশ, প্রথম ধাপে সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। ৯টা পর্যন্ত মিছিল যেখানে যে অবস্থায় থাকবে, সেখানেই রাশ টানতে হবে। সকালের ব্যস্ততম সময় অর্থাৎ ৯টা থেকে ১১টা পর্যন্ত কোনরকম যানজট যেন কোন রাস্তায় না হয় তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। বেলা ১১টার পর আবার মিছিল এগোবে। কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা এবং তার আশেপাশের ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা যেন যানজট মুক্ত থাকে তাও নিশ্চিত করবেন পুলিশ কমিশনার। সাধারণ মানুষের সুবিধা বিবাচনা করেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

২১ জুলাইয়ের মিছিল ঘিরে হাইকোর্টে মামলা

২১ জুলাইয়ের মিছিলের ফলে সকালের ব্যস্ত সময়ে শহরের বিভিন্ন রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই অভিযোগে অল ইন্ডিয়া লইয়ার ইউনিয়নের তরফে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। যদিও এই মামলার পালটা তৃণমূলের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলা দায়ের করা হয়েছে। এদিন বিচারপতি তৃণমূলের আইনজীবীকে প্রশ্ন করেন, মিছিলে কত লোক হবে বলে আশা করছেন তাঁরা? গত কয়েক বছরের হিসাব অনুযায়ী ১০ লক্ষের কাছাকাছি লোক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানান তৃণমূল আইনজীবী।

রাস্তা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি কলকাতাবাসীকে আর কতদিন সহ্য করতে হবে? সেই প্রশ্নও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন তৃণমূলের আইনজীবীকে। সেই সঙ্গে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে শহিদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যাবে কি না, সেটা এবার তৃণমূলকে ভাবতে হবে।