লোকসভা নির্বাচনে বিজেপি-র দেশজুড়ে ৩০৩টি আসন জয়কে কটাক্ষ করে ২১শে জুলাই দলের শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বললেন, ''বিজেপি-র জয় হিস্ট্রি নয়, মিস্ট্রি। মানে লোকসভায় বিজেপি-র জয়ের পিছনে ইভিএম কারচুপির কারণে নরেন্দ্র মোদি-র ঐতিহাসিক জয় নয়, বরং রহস্যজনক বলে কটাক্ষ করলেন মমতা। তাই EVM-র বদলে দেশজুড়ে সব ভোট ব্যালট বক্সে করার দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো।
21 July TMC's Rally Live Update- কাটমানির পাল্টা ব্ল্যাকমানি, বিজেপি-র জয় হিস্ট্রি নয়, মিস্ট্রি বলে, ব্যালট ফেরানোর দাবি মমতার
কলকাতা, ২১ জুলাই: আজ, রবিবার ২১ শে জুলাই। বেশ কয়েক বছর ধরেই এই রাজ্য রাজনীতিতে দিনটা তোলা থাকে তৃণমূল কংগ্রেসের জন্য। ১৯৯৩ সালে ২১ জুলাই মহাকরণ অভিযানের সময় পুলিশের হাতে প্রাণ হারান কংগ্রেস কর্মীদের স্মৃতিতেই এই দিনটাকে তৃণমূল পালন করে শহিদ দিবস হিসেবে। সেদিন মহাকরণ অভিযান করতে পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন মমতা ব্যানার্জি। তবে নামে শহিদ দিবস হলেও, আসলে এই দিনটা অনেকটা তৃণমূল দিবস হিসেবেই পালিত হয়।
লোকসভা নির্বাচনে বিজেপি, মুকুল রায়ের কাছে বড় ধাক্কা খাওয়ার পর তৃণমূলের এবারের ২১শে জুলাইয়ের একেবারে অন্যরকম তাত্পর্যের। ২০১১ থেকে এতগুলো বছর কার্যত বিনা চ্যালেঞ্জেই মমতা ব্যানার্জির সভা ভরে গিয়েছে। আরও পড়ুন-আজ শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের
ধর্মতলায় দিদির সভায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড়ে নতুন রেকর্ড গড়েছে। কিন্তু এবার একেবারে অন্যরকম একটা ২১শে জুলাই। যেখানে ক্ষমতায় আসার পর প্রথমবার চ্যালেঞ্জের মুখে দিদির সরকার। দু বছর পর বিধানসভা ভোট। তার আগে একের পর এক নেতা-বিধায়ক-জন প্রতিনিধিদের দল ছাড়ার ঘটনায় একেবারে কোণঠাসা তৃণমূল। তার ওপর আবার অর্জুন সিং, সৌমিত্র খাঁ-দের জিতিয়ে এনে চাঙ্গা মুকুল রায় রোজই তৃণমূল ভাঙার হুমকি দিচ্ছেন। যে মুকুলই ছিলেন একটা সময় ২১শে জুলাইয়ে মমতার সভার মূল উদ্যোক্তা।
গতবারের সঙ্গে এবার ২১শে জুলাইয়ের অনেক ফারাক। এবার ২১শে জুলাইয়ের মঞ্চের পাশে দাঁড়িয়ে গতবারের কথা মনে করে তৃণমূলের এক শীর্ষ নেতা বললেন, ''রাজনীতি এমনই জিনিস। এখানে অনেক কিছুই দ্রুত বদলে যায়। এটা ঠিক লোকসভায় আমাদের ফল ভাল হয়নি। কিন্তু ২০০৪-এ এর চেয়ে অনেক খারাপ ফল করে ক বছরের মধ্যে চমকপ্রদ ফল করেছিলাম। রাজ্যের মানুষ শুধু মমতাকেই ভালবাসে। আমরা এবার ঘুরে দাঁড়াবোই।''