আবারও সাইবার প্রতারণার ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার গ্রেফতারির ভয় দেখিয়ে এক মহিলার থেকে কমপক্ষে ৬৬ লক্ষ টাকা হাতালো দুই ব্যক্তি। তদন্তে নেমে শিয়ালদহ থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, চারু মার্কেট থানা (Charu Market PS) এলাকার এক মহিলার কাছে সম্প্রতি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। জানানো হয় তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে দিতে হবে লক্ষাধিক টাকা। আর তাতেই ভয় পেয়ে টাকাও দিয়ে দেন ওই তরুণী।
পরবর্তীকালে কিছু একটা গন্ডোগোল হয়েছে বুঝতে পেরে তড়িঘড়ি চারু মার্কেট থানায় যায় ওই মহিলা। পুলিশে অভিযোগ জানানোর পরেই শুরু হয় তদন্ত। আর তারপরই শিয়ালদহের একটি হোটেল থেকে দুই প্রতারককে গ্রেফতার করে অভিযুক্ত। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একটি সিমকার্ড, মোবাইল ফোন ও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে যে এই অ্যাকাউন্টেই ওই টাকা রয়েছে কিনা। সেই সঙ্গেও তদন্ত করে দেখা হচ্ছে যে এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা।