Kolkata( File Photo)

কলকাতা, ৩০ জানুয়ারি: রবিবারের দুপুরে শহরে বড় দুর্ঘটনা। ধর্মতলায় উল্টে গেল যাত্রীবাহী মিনিবাস। পার্ক সাকার্স থেকে হাওড়ায় বাঁকড়ায় যাওয়ার পথে মিনিবাসটি উল্টে যায় বলে জানা গিয়েছে। বিয়ের এনগেইজমেন্টে যোগ দিতে পার্ক সার্কাস থেকে একটি মিনিবাসে চড়ে যাচ্ছিলেন বাঁকড়ায় এক আত্মীয়ের বাড়িতে ৪০-৫০ জন। কিন্তু ধর্মতলায় আসার পর ডোরিনা ক্রসিংয়ে বাসটি রাস্তার উপরে উল্টে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। জখমদের মধ্যে দুই শিশুও রয়েছে। একটা পোস্টে ধাক্কা মারার পরই বাসটি উল্টে যায় বলে খবর।

দেখুন টুইট

সংবাদমাধ্যমে প্রকাশ, এই বাস দুর্ঘটনায় আহতদের কলকাতা মেডিক্যাল ও এসএসকেএম(SSKM) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০-১২ জনে আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। আরও পড়ুন:  আজ থেকে দাম বাড়ল পাঁউরুটির, নতুন দাম কত হল?

জানা যাচ্ছে, এসএন ব্যানার্জি রোডথেকে ডোরিনা ক্রসিংয়ে ওঠার সময়ে বাসটি উল্টে যায়। কোনও যান্ত্রিক ত্রুটি বা বাসের অতিরিক্ত গতির জন্য সেটি উল্টে যায় কিনা তা এখনও জানা যায়নি।