কলকাতা, ১৩ জানুয়ারি: রাজ্য জুড়ে করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা ১১০। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে এই রিপোর্ট পেশ করা হলেও ICMR-র ডিরেক্টর ড. দত্তর অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য। ICMR-NICED-র ডিরেক্টর ড. শান্তা দত্ত দাবি করেন, 'গত সপ্তাহে আমরা প্রতিদিন মাত্র ২০ টি করে স্যাম্পেল পাচ্ছিলাম পশ্চিমবঙ্গ থেকে। যেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। রাজ্য সরকার যদি আরও বেশি করে স্যাম্পেল পাঠায়। তাহলে আরও দ্রুত পরীক্ষা করা সম্ভব। নমুনা সংগ্রহের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, আমার মনে হয় সেই নির্দেশ অনুযায়ী নমুনা সংগ্রহ করা হচ্ছে না, যার জন্য এই খামতি রয়েছে।'
As of today, there are 110 active #COVID19 cases and 7 deaths due to the coronavirus in West Bengal: State Health & Family Welfare Department pic.twitter.com/x4zydrltH8
— ANI (@ANI) April 13, 2020
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গিয়েছে । এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় Covid-19-এ আক্রান্তের সংখ্যা ৭৯৬। চিকিৎসার পর ৮৫৭ সুস্থ হয়ে উঠেছেন এখনও পর্যন্ত। আরও পড়ুন: Mamata Banerjee: করোনা পরীক্ষার জন্য যথেষ্ট নমুনা পাঠাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, দাবি নাইসেড-র
করোনাভাইরাস (Coronavirus) মোকাবিলায় এবার আরও কড়া প্রশাসন। লকডাউন (Lockdown) কেউ ভঙ্গ করছে কিনা তা দেখতে নজরদারি আরও বাড়ানো হল।জনগণের চলাচলে এবং জনসমাগম রোধ করার জন্য কলকাতা পুলিশ (Kolkata Police) নজরদারি চালানোর জন্য ড্রোনের (Drone) ব্যবহার করেছে।