Close
Advertisement
 
রবিবার, ফেব্রুয়ারি 23, 2025
সর্বশেষ গল্প
2 hours ago

Most Helpful MPs During COVID-19 Lockdown: মহুয়া মৈত্র থেকে রাহুল গান্ধি, কারা রয়েছেন এই তালিকায়?

ভারত Sarmita Bhattacharjee | Dec 27, 2020 10:03 AM IST
A+
A-

বছরভর সেরা দশজন সাংসদের তালিকা প্রকাশ করেছে নয়াদিল্লি ভিত্তিক একটি সংস্থা গভর্নআই সিস্টেমস। এই তালিকায় সেরা দশে রয়েছেন, ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী, বিজেপির উজ্জয়নের সাংসদ অনিল ফিরোজিয়া, ওয়াইএসআরসিপি'র নেল্লোরের সাংসদ আদালা প্রভাকর রেড্ডি, পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Maitra) প্রমুখ। ২০২০-তে তাঁদের নির্বাচনী এলাকায় সাংসদেরা জনসাধারণের জন্য সর্বাধিক সাহায্যের হাত বাড়িয়েছিলেন। একটি সমীক্ষা থেকে উঠে এসেছে এই তথ্য। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১ অক্টোবর একটি সমীক্ষা শুরু হয়েছিল এবং ২৫ জন লোকসভা সংসদ সদস্যকে তাদের পক্ষে প্রাপ্ত মনোনয়নের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। সাক্ষাত্কার এবং সংশ্লিষ্ট নির্বাচনকেন্দ্রগুলির প্রতিক্রিয়ার ভিত্তিতে শীর্ষস্থানীয় ১০ জন সংসদ সদস্যকে চিহ্নিত করা হয়েছিল।

RELATED VIDEOS