Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
7 hours ago

KKR Squad for IPL 2021: কেকেআরে রইল কারা, কাদের বিদায় জানাল দল, দেখুন একনজরে

খেলা Sarmita Bhattacharjee | Jan 21, 2021 01:42 PM IST
A+
A-

আইপিএল ২০২১-র (Indian Premier League 2021) তোড়জোড় শুরু। সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোন কোন খেলোয়াড় দলে থাকছে এবং আইপিএল ২০২১-র কারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সফর করছে না, সেই সংক্রান্ত তালিকা প্রকাশ হল ২০ জানুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-র নিলাম (IPL 2021 Player Auction) শুরু হবে। গত সিজনে পাঁচ নম্বরে থেকেও প্লেঅফে পৌঁছতে ব্যর্থ হয়েছে কেকেআর। দলের কোথায় খামতি থেকে যাচ্ছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে এবছর। গত সিজন মিলিয়ে মোট ৫ বার প্লে-অফে খেলতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে অনেক ওঠাপড়া থাকলেও শেষ সিজনে দুর্দান্ত কিছু পারফরম্যান্স দেখার সুযোগ মিলেছে দলের তরফে। আগামী সিজনে তুখর পারফরম্যান্স দেওয়ার জন্যই ময়দানে নেমে পড়েছে শাহরুখের কেকেআর। চলছে পুরোদমে প্রস্তুতি পর্ব।

RELATED VIDEOS