
Heinrich Klaasen Century: এবারের আইপিএলে তাদের শেষ ম্য়াচে একেবারে ভরাডুবি হল কলকাতা নাইট রাইডার্সের বোলারদের। রবিবার রাতে উপলে সুনামি তুললেন প্য়াট কামিন্সের নেতৃত্বে খেলা হায়দরাবাদের ব্য়াটাররা। আজিঙ্কা রাহানে দলের খারাপ বোলিংয়ের সুযোগ নিয়ে ৩৭ বলে সেঞ্চুরি করলেন হায়দরাবাদের প্রোটিয়া তারকা হেনরিক ক্লাসেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ১০৫ রান করে অপরাজিত থেকে যান ৩৩ বছরের প্রিটোরিয়ার ব্যাটার। ক্লাসেন এদিন ৯টি ওভার বাউন্ডারি, ৭টা বাউন্ডারি হাঁকান। ক্লাসেনের সঙ্গে দারুণ খেললেন সান রাইজার্সের অজি ওপেনার ট্রাভিস হেড। নির্ধারিত ২০ ওভারে প্য়াট কামিন্সরা করলেন ৩ উইকেটে ২৭৮ রান। ক্লাসেন এদিন আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরিটা করলেন।
হায়দরাবাদ তাদের তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলল
হেড ৪০ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ক্লাসেন ও হেডের অবিশ্বাস্য ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সান রাইজার্স হায়দরাবাদ করল ২৭৮ রান। নাইট রাইডার্সের বিরুদ্ধে এর আগে কোনও দল এত রান করতে পারেনি। আইপিএলের ইতিহাসে এদিন সান রাইজার্স তাদের তৃতীয় সর্বাধিক রান করল (২৮৭/৩, ২৮৬/৬-র পর এদিন ২৭৮/৩)।
আইপিএলে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটা এদিন করলেন ক্লাসেন
Cometh the hour, cometh the BRUTE FORCE! 🙌🏻🔥#HeinrichKlaasen completes his 2nd #IPL century and joint third fastest in #TATAIPL history! 💯🧡
Watch the LIVE action ➡ https://t.co/XfCrZHriFf #IPLonJioStar 👉 #SRHvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/uMk9aobnp3
— Star Sports (@StarSportsIndia) May 25, 2025
ভরাডুবি হল কলকাতার বোলারদের
নাইটদের প্রোটিয়া পেসার এনরিক নর্তজে ৪ ওভারে দিলেন ৬০ রান। তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর চার ওভারে ক্লাসেনরা নিলেন ৫৪ রান, হর্ষিত রানা ৩ ওভারে দিলেন ৪০। সুনীল নারিন ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন। মোটের ওপর পরিষ্কার, রাহানা ও পন্থদের টপকে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে আসছে হায়দরাবাদ।