
IPL 2025 Awards: শেষ হল আইপিএল ২০২৫। এবারের ঘটনাবহুল আইপিএলে কাপ জিতল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএলে ট্রফি জেতার খরা কাটাল রজত পাতিদারের নেতৃত্বে খেলা RCB-র। অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের অপেক্ষা শেষ হল মঙ্গলবার আমেদাবাদে ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএলের খেতাব জিতল পঞ্জাব। চতুর্থবার আইপিএলের ফাইনালে খেলতে নেমে অবশেষে স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। একই ফ্র্য়াঞ্চাইজিতে টানা ১৮ বছর খেলে অবশেষে কাপ জিতলেন কোহলি।
এক নজরে আইপিএল ২০২৫-র জয়ীরা-
IPL 2025 Complete list of tournament award winners:
চ্যাম্পিয়ন: রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (২০ কোটি টাকা)
রানার্স: পঞ্জাব সুপার কিংস (১৩ কোটি টাকা)
তৃতীয় স্থান: মুম্বই ইন্ডিয়ন্স (৭ কোটি টাকা)
চতুর্থ স্থান: গুজরাট টাইটান্স (৬.৫ কোটি টাকা)
টুর্নামেন্টের সেরা (পুরস্কার মূল্য:১২ লক্ষ টাকা):
Most Valuable Player of the season
সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ন্স)
ফাইনালের সেরা: (পুরস্কার মূল্য: ১০ লক্ষ টাকা)
ক্রুনাল পান্ডিয়া (বেঙ্গালুরু) (১৭ রানে ২ উইকেট)
সেরা এমার্জিং ক্রিকেটার: (পুরস্কার মূল্য: ২০ লক্ষ টাকা)
Emerging player- সাই সুদর্শন (গুজরাট)
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকানো: (পুরস্কার মূল্য: ১০ লক্ষ টাকা)
নিকোলাস পুরান (৪০টি), লখনৌ সুপার জায়েন্টস।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো: (পুরস্কার মূল্য:১০ লক্ষ টাকা)
সাই সুদর্শন (৮৮টি), গুজরাট টাইটান্স।
সর্বাধিক রানসংগ্রহকারী (কমলা টুপি): (পুরস্কার মূল্য: ১৫ লক্ষ টাকা)
সাই সুদর্শন, ৭৫৯ রান (গুজরাট)
সর্বাধিক উইকেটশিকারী (বেগুনী টুপি): (পুরস্কার মূল্য: ১৫ লক্ষ টাকা)
প্রসিধ কৃষ্ণা, ২৫টি উইকেট (গুজরাট)
ফেয়ার প্লে ট্রফি (দলগত): চেন্নাই সুপার কিংস
ফেয়ার প্লে ট্রফি (ব্যক্তিগত):
এক ইনিংসে সর্বোচ্চ রান: অভিষেক শর্মা (পঞ্জাব, ১৪১ রান)
টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার: বৈভব সূর্যবংশী (১৪ বছর বয়সে সেঞ্চুরি)
সেরা মাঠ ও পিচ: দিল্লি