Rinku Singh: আইপিএল শেষ হতেই এবার এনগেজমেন্ট বা বাগদানটা সেরে ফেলছেন টিম ইন্ডিয়া তথা কেকেআর-এর তারকা ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। আগামী ৮ জুন, সোমবার উত্তর প্রদেশের সাংসদ প্রিয়া সারোজ (Priya Saroj)-র সঙ্গে এনগেজমেন্ট সারতে চলেছেন নাইট তারকা Rinku। ইউপি-র রাজধানী লখনৌয়ের তাজ হোটেলে হবে নাইট তারকা ও সাংসদের বিয়ের জমকালো অনুষ্ঠান। এরপর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ২৬ বছরের সাংসদ প্রিয়া সারোজের সঙ্গে নভেম্বরে সাত পাকে বাঁধা পরবেন নাইট রাইডার্সের তারকা ফিনিশার। সংবাদমাধ্যমে প্রকাশ, চলতি বছর ১৮ নভেম্বর বিয়ে করবেন উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা রিঙ্কু। ২৭ বছরের রিঙ্কুর এনগেজমেন্টে হাজির থাকতে পারেন কলকাতা নাইট রাইডার্স ও ভারতীয় দলের ক্রিকেটাররা।
৮ জুন লখনৌয়ের তাজে রিঙ্কুর এনগেজমেন্ট হাজির থাকতে পারেন শাহরুখ খান
জোর জল্পনা, তাঁর প্রিয় রিঙ্কুর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন নাইট মালিক শাহরুখ খানও। একেবারে গরীব পরিবার থেকে আইপিএলের বড় তারকা হওয়া, টিম ইন্ডিয়ার হয়ে খেলা রিঙ্কু অবিশ্বাস্য উত্থানের পিছনে নাইট রাইডার্সের বড় ভূমিকা রয়েছে। রিঙ্কুকে সব পরিস্থিতে ভরসা রেখেছিল নাইটরা, সেই বিশ্বাসের মর্যাদাও রেখেছেন তিনি। যদি এবারের আইপিএলে ১৩ কোটি টাকার বার্ষিক চুক্তি খেলা রিঙ্কু হতাশ করেছেন। এবার মোট ১১টা ম্যাচ খেলে রিঙ্কুর করেন ২০৬ রান, ব্যটিং গড় ২৯, স্ট্রাইক রেট ১৫৩.৭৩, সর্বোচ্চ ৩৮ অপরাজিত। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যর্থ হন রিঙ্কু।
বিয়ে করছেন ক্রিকেটার রিঙ্কু সিং- সাংসদ প্রিয়া সারোজ
Indian cricketer Rinku Singh will get engaged to Samajwadi Party (SP) MP Priya Saroj on Sunday, June 8. The ring ceremony will take place in a hotel in Lucknow. Rinku will enter the new chapter of his life after recently playing in the Indian Premier League (IPL) 2025 where… pic.twitter.com/NLFdj2TriU
— IndiaToday (@IndiaToday) June 1, 2025
রিঙ্কুর হবু স্ত্রী কী করেন
রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া গত বছর লোকসভা নির্বাচনে মাচলিশাহর কেন্দ্র থেকে জিতে মাত্র ২৬ বছর বয়সে সাংসদ হন। প্রিয়া এখন দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সাংসদ। বারাণসীতে জন্মানো প্রিয়া দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করার আইন নিয়ে পড়াশোনা করে এলএলবি ডিগ্রি পান। প্রিয়ার মা তথা রিঙ্কুর হতে চলা শাশুড়ি তুফানি সরোজ বর্তমানে ইউপি-র বিধায়ক, তিনবারের প্রাক্তন সাংসদ। গত বছর ইউপি-র আলিগড়ে অভিজাত ওজোন সিটির দ্য গোল্ডেন ইস্টেটে ৫০০ স্কোয়ার ফুটের একটি বাঙ্গলো কেনেন রিঙ্কু। সাড়ে ৩ কোটি টাকা খরচ করে রিঙ্কু সেই বাঙলোটি কিনে নাম রাখেন তাঁর মা ভিনার নামে। নাইট তারকার বিলাসবহুল 'ভিনা প্য়ালেস'-এ ৬টি বেডরুম, একটি ব্যক্তিগত স্যুইমিং পুল, একটি রুফটপ বার আছে।
রিঙ্কুর এবার লক্ষ্য ওয়ানডে দলে নিয়মিত খেলা
দেশের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলে টিম ইন্ডিয়ার সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে নিজের স্থান পাকা করে ফেলেছেন রিঙ্কু। কিন্তু তাঁর এবার লক্ষ্যে দেশের ওয়ানডে দলে নিজেকে প্রতিষ্ঠা করা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আন্তর্জাতিক টি-২০, টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে-তে খেলা চালিয়ে যাবেন, এমন সময় রিঙ্কুর পক্ষে দেশের ওয়ানডে-তে খেলা মোটেও সহজ নয়। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার জার্সিতে রিঙ্কু সিং এখনও পর্যন্ত ২টি ওয়ানডে ও ৩৩টি টি-২০ ম্যাচ খেলেছেন।