
RCB IPL Champion 2025: অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের অপেক্ষা শেষ হল মঙ্গলবার আমেদাবাদে ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএলের খেতাব জিতল পঞ্জাব। চতুর্থবার আইপিএলের ফাইনালে খেলতে নেমে অবশেষে স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। একই ফ্র্য়াঞ্চাইজিতে টানা ১৮ বছর খেলে অবশেষে কাপ জিতলেন কোহলি।
কাপ জয়ের পর কোহলির কান্না
The toil, the tears and now the TROPHY! ❤#KingKohli is now a #TATAIPL champion! 🔥
LIVE NOW ➡ https://t.co/XmOkxMNq4t#IPLFinal 👉 Trophy Presentation on Star Sports Network & JioHotstar#ViratKohli pic.twitter.com/MonuCH6HQL
— Star Sports (@StarSportsIndia) June 3, 2025
কোন দল কোন বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়-
রাজস্থান: ২০০৮ সাল
চেন্নাই: ২০১০ সাল
কলকাতা: ২০১২ সাল
মুম্বই: ২০১৩ সাল
হায়দরাবাদ: ২০১৬ সাল
গুজরাট: ২০২২ সাল
বেঙ্গালুরু: ২০২৫ সাল
কে কতবার আইপিএল চ্যাম্পিয়ন:
চেন্নাই (৫ বার): ২০১০, ২০১১, ২০২১, ২০১৮, ২০২৩
মুম্বই (৫ বার): ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০
কলকাতা (৩ বার): ২০১২, ২০১৪, ২০২৪
রাজস্থান (১ বার): ২০০৮
ডেকান চাজার্স (১ বার): ২০০৯
হায়দরাবাদ (১ বার): ২০১৬
গুজরাট টাইটান্স (১ বার): ২০২২
বেঙ্গালুরু (১ বার): ২০২৫
এখনও আইপিএল জেতেনি
দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়েন্টস,।
আইপিএলের ফাইনালের ফল (২০০৮-২০২৫)
২০০৮ আইপিএল
চ্যাম্পিয়ন: রাজস্থান রয়্যালস , রানার্স: চেন্নাই
ফাইনালের ফল: রাজস্থান ৩ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: শেন ওয়াটসন (রাজস্থান)
২০০৯ আইপিএল
চ্যাম্পিয়ন: ডেকান চার্জাস , রানার্স: বেঙ্গালুরু
ফাইনালের ফল: ডেকান ৬ উইকেটে জয়ী ।। টুর্নামেন্টের সেরা: অ্যাডাম গিলক্রিস্ট (ডেকান)
২০১০ আইপিএল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস, রানার্স: মুম্বই ইন্ডিয়ন্স
ফাইনালের ফল: চেন্নাই ২২ রানে জয়ী।। টুর্নামেন্টের সেরা: সচিন তেন্ডুলকর (মুম্বই)
২০১১ আইপিএল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস, রানার্স: বেঙ্গালুরু
ফাইনালের ফল: চেন্নাই ৫৮ রানে জয়ী। টুর্নামেন্টের সেরা: ক্রিস গেইল (বেঙ্গালুরু)
২০১২ আইপিএল
চ্যাম্পিয়ন: কেকেআর, রানার্স: চেন্নাই
ফাইনালের ফল: কলকাতা ৫ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: সুনীল নারিন (কলকাতা)
২০১৩ আইপিএল
চ্যাম্পিয়ন: মুম্বই ইন্ডিয়ন্স, রানার্স: চেন্নাই
ফাইনালের ফল: মুম্বই জয়ী ২৩ রানে। টুর্নামেন্টের সেরা: শেন ওয়াটসন (রাজস্থান)
২০১৪ আইপিএল
চ্যাম্পিয়ন: কেকেআর, রানার্স: পঞ্জাব
ফাইনালের ফল: কলকাতা ৫ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: গ্লেন ম্যাক্সওয়েল (পঞ্জাব)
২০১৫ আইপিএল
চ্যাম্পিয়ন: মুম্বই ইন্ডিয়ন্স, রানার্স: চেন্নাই
ফাইনালের ফল: মুম্বই জয়ী ৪১ রানে। টুর্নামেন্টের সেরা: আন্দ্রে রাসেল (কলকাতা)
২০১৬ আইপিএল
চ্যাম্পিয়ন: সান রাইজার্স হায়দরাবাদ, রানার্স: বেঙ্গালুরু
ফাইনালের ফল: হায়দরাবাদ ৮ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: বিরাট কোহলি (বেঙ্গালুরু)
২০১৭ আইপিএল
চ্যাম্পিয়ন: মুম্বই ইন্ডিয়ন্স , রানার্স: পুণে সুপারজায়েন্টস
ফাইনালের ফল: মুম্বই ১ রানে জয়ী ,টুর্নামেন্টের সেরা: বেন স্টোকস (পুণে)
২০১৮ আইপিএল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস। রানার্স: হায়দরাবাদ
ফাইনালের ফল: চেন্নাই ৮ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: সুনীল নারিন (কলকাতা)
২০১৯ আইপিএল
চ্যাম্পিয়ন: মুম্বই ইন্ডিয়ন্স, রানার্স: চেন্নাই
ফাইনালের ফল: মুম্বই ১ রানে জয়ী, টুর্নামেন্টের সেরা: আন্দ্রে রাসেল (কলকাতা)
২০২০ আইপিএল
চ্যাম্পিয়ন: মুম্বই ইন্ডিয়ন্স, রানার্স: দিল্লি
ফাইনালের ফল: মুম্বই ৫ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: জোফ্রা আর্চার (রাজস্থান)
২০২১ আইপিএল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস , রানার্স: কলকাতা
ফাইনালের ফল: চেন্নাই ২৭ রানে জয়ী। টুর্নামেন্টের সেরা: হর্ষল প্য়াটেল (বেঙ্গালুরু)
২০২২ আইপিএল
চ্যাম্পিয়ন: গুজরাট টাইটান্স, রানার্স: রাজস্থান
ফাইনালের ফল: গুজরাট ৮ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: জস বাটলার (রাজস্থান)
২০২৩ আইপিএল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস , রানার্স: গুজরাট
ফাইনালের ফল: চেন্নাই ৫ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: শুভমন গিল (গুজরাট)
২০২৪ আইপিএল
চ্যাম্পিয়ন: কলকাতা নাইট রাইডার্স, রানার্স: হায়দরাবাদ
ফাইনালের ফল: কলকাতা ৮ উইকেটে জয়ী। টুর্নামেন্টের সেরা: সুনীল নারিন
২০২৫ আইপিএল
চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানার্স: পঞ্জাব।
ফাইনালের ফল: বেঙ্গালুরু ৬ রানে জয়ী। টুর্নামেন্টের সেরা: সাই সুদর্শন।