
SRH বনাম KKR: খারাপ মরসুমের শেষটা জঘন্য হার দিয়ে হল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। রবিবার হায়দারবাদে সান রাইজার্সের বিরুদ্ধে ১১০ রানে হেরে আইপিএল ২০২৫ শেষ হল কলকাতার। আইপিএলের ইতিহাসে এটাই রানের বিচারে নাইট রাইডার্সের সবচেয়ে বড় হার। এদিন সান রাইজার্সের ২৭৮ রানের জবাবে কলকাতা ১৬৮ রানে অল আউট হয়ে গেল। ৯৫ রানের মধ্য়ে এদিন কলকাতা ৬ উইকেট হারিয়েছিল, ৯ নম্বরে নেমে হর্ষিত রানা ৩৪ রান না করলে আরও বড় ব্যবধানে হারত শাহরুখ খানের দল। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এবার মাত্র ৫টা ম্যাচে জিতে এবারের আইপিএল শেষ করল। কলকাতাকে শেষ ম্যাচে হারিয়ে হায়দরাবাদ ১৩ পয়েন্ট পেয়ে রাহানেদের টপকে গেল।
আট নম্বরে শেষ করতে পারেন রাহানেরা
রাহানেরা ১২ পয়েন্টে এবারের আইপিএল অভিযান শেষ করল। লখনৌ শেষ ম্য়াচে বেঙ্গালুরুকে হারিয়ে দিলে কলকাতা লিগ তালিকায় ৮ নম্বরে শেষ করতে পারে। কলকাতার বিরুদ্ধে এদিন ৩৭ বলে দুরন্ত সেঞ্চুরি করলেন সান রাইজার্স হায়দবাদের প্রোটিয়া তারকা হেনরিক ক্লাসেন। অনেক আগে বিদায় নিলেও শেষ পর্যন্ত ১৩ পয়েন্টে শেষ করল গতবারের রানার্স হায়দরাবাদ।
শ্রেয়সের নাইট আর রাহানের নাইট দুটো যেন সম্পূর্ণ অন্য দল
গতবারের শ্রেয়স আইয়ারের নাইট রাইডার্স আর এবারের আজিঙ্কা রাহানের নাইট রাইডার্স-দুটো যেন সম্পূর্ণ অন্য দল। অথচ নারিন, রাসেল, বরুণ, ভেঙ্কটেশ আইয়াররা গতবারের মত এবারও ছিলেন।
এবারের আইপিএলে কলকাতা
মোট ম্যাচ: ১৪
জয়: ৫
ড্র: ২
হার: ৭